কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিল অযোধ্যা পাহাড়ে আগুন লেগে যাওয়ার ঘটনা ,সেই আগুন কারা নিভিয়ে ছিল? কারাই বা ওই পুরো এলাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে প্লাস্টিক মুক্ত অযোধ্যা পাহাড় অভিযানে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করল ! সভ্য সমাজের পুঁথিগত বিদ্যা সম্পন্ন ব্যক্তি হওয়া সত্বেও ,একবারও কি জানতে ইচ্ছে করে সেই কথা? তাহলে জানুন, গত তিনদিন ধরে সাফাই অভিযান চালাল প্রায় ১২০ জন স্বেচ্ছাসেবী।সাধারণ জনগণ থেকে সরকারি কর্মচারী সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে তীব্র দাবদাহকে উপেক্ষা করে তাঁরা অযোধ্যা পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি থেকে প্রায় ৩০০ বস্তা প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্যাকেট , থার্মোকল ও মদের বোতল সংগ্রহ করেন।
বিশেষত অযোধ্যার এই পাহাড়ের একটি বিশেষত্ব হলো এখানকার অতি মনোরম পরিবেশ এবং সুন্দর ঝরনা আর সেখানেই এত নোংরা উপস্থিতির কারণে লাল পলাশের রং ফিকে হয়ে যাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যের অবলুপ্তি ঘটেছিল । ‘সেভ অযোধ্যা হিল’ গ্রূপের সদস্যরা জানাচ্ছেন,”সভ্য জগতের হয়েও অনেক অসভ্য এবং অসচেতন শিক্ষিত পর্যটক আসেন যারা ভ্রমণের নামে কিছু নিদর্শন রেখে যান। সেই সঙ্গে রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদেরকেই বলছি, লজ্জা করে না এই ভাবে অপরিস্কার করতে? নাকি বিন্দুমাত্র পরিবেশ শিক্ষাটুকু পাননি? সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ যেখানে ,আপনারা আনন্দ উপভোগ করেন , সে জায়গাটাকে নর্দমায় পরিণত করতে?” আগামী দিনে এই স্বেচ্ছাসেবকদের কথা মাথায় রেখে পাহাড়ে গেলে কোন নোংরা ফেলে রেখে আসবেন না। এতে আপনার প্রিয় স্থানটির সৌন্দর্য অবলুপ্ত হয়।