
কেন্দ্রের নতুন সিদ্ধান্ত , বেসরকরীনের তালিকায় ৪টি ব্যাঙ্কের নাম নতুন করে নতিভুক্ত হল । সরকারি লাভের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের ।
সরকারি ব্যাংকগুলোর বেসরকারীকরণের ফলে আগামী বছর অর্থনৈতিক বর্ষে সরকার লাভের মুখ দেখতে পেলেও চাকরি হারাবার সম্ভাবনা থাকছে অনেক সাধারন কর্মচারীদের। এখবর সামনে আসার সঙ্গে সঙ্গেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে অনেক সরকারি কর্মচারীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেকেন্ড টায়ার ব্যাংক থেকে এই প্রক্রিয়া চালু করতে হবে।

যে চারটি ব্যাংকের নাম এখন সরকার শর্ট লিস্ট করেছে সেগুলি হল ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া।
যদিও বিশেষজ্ঞদের মতে সরকারি ব্যাংকগুলোর হঠাৎ করে বেসরকারিকরণ হয়ে গেলে সমস্যা বাড়তে পারে। বিশেষত ব্যাংকের কর্মচারী সংগঠনগুলি সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে ব্যাংকের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এর বেসরকারিকরণের কথা ভাবা হয়েছে।