চা খেতে গিয়েই ঘটল বিপত্তি। মুর্শিদাবাদের খড়গ্রামে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় ৪ ব্যক্তির। জানা যাচ্ছে আজ সকালে এই ঘটনা ঘটেছে খড়গ্রাম থানার ভালকুন্দি মোড়ে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান এই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ৪ জন ব্যক্তি। আর সেই সময়ে হঠাৎ করে একটি ডাস্ট বোঝাই ডাম্পার এসে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে চায়ের দোকানে।

যদিও ঘটনাটি ঘটা মাত্র প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় চারজনকেই আহত অবস্থায় খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে পাঠানো হয়েছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা যাচ্ছে এই ঘটনার জন্য সব মিলিয়ে মৃত্যু হয়েছে মোট ৪ জনের। মৃত এই ৪ ব্যক্তির নাম, প্রকাশ মার্জিত (২৯), উজ্জ্বল সেখ (১৮), আলামিন সেখ (৬৫) ও হেপাজুল সেখ (৬৫)। জানা যাচ্ছে এই ঘটনার জেরে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পাশাপাশি পুলিশের তৎপরতায় ডাম্পারটিকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে ওই গাড়ির চালক এবং সহকারি দুজনেই ঘাতক। ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।