৪৮ ঘন্টার জনতা কার্ফু জারি হল মহারাষ্ট্রে । করোনার নতুন স্ট্রেনে কাঁপছে মহারাষ্ট্র । মুম্বাই সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় লাগামছাড়া সংক্রমণ বাড়ছে । এই নিয়ে যথেষ্ট চিন্তায় মহারাষ্ট্র সরকার । বেশ কয়েকদিন করোনা সংক্রণের গ্রাফ নিম্নগামী থাকলেও ইদানিং তা আবার বাড়তে শুরু করেছে । সারা দেশেই করোনা ভাইরাসের এই নয়া স্ট্রেন আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে । অতএব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আংশিক এবং কিছু জায়গায় সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে । পাশাপাশি লাতুরে ৪৮ ঘন্টার জনতা কার্ফু জারি করেছেন লাতুরের জেলাশাসক পৃথ্বীরাজ বিপি । আজ অর্থাৎ ২৭ এবং আগামীকাল ২৮ ফেব্রুয়ারি, এই দু’দিন টানা জনতা কার্ফু জারি থাকবে লাতুরে । চালু থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা । তবে অন্যদিকে লাতুরের মেয়রও মানুষকে আরও সচেতন হওয়ার কথা বলেছেন এবং যাতে মানুষ এই জনতা কার্ফু ঠিকভাবে পালন করে সেই বার্তাও দিয়েছেন । এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে, মহারাষ্ট্রের মানুষ নিজেরাও এই ‘জনতা কার্ফু’ যথেষ্ট ভালোভাবেই মানার চেষ্টায় রয়েছেন ।
