করোনা অতিমারীর জন্য এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল দশম ও একাদশ শ্রেণির প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। নিয়ম মেনে 22 শে জুলাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মহুয়া দাস আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন। এদিকে ফল ঘোষণার পরই ছাত্রছাত্রীদের মধ্যে যেমন আনন্দের উচ্ছ্বাস দেখা যায় তেমনি রাজ্যের বিভিন্ন স্থানে রেজাল্ট বিভ্রান্তির কারণে ২০২১ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে। দশম এবং একাদশ শ্রেণির মূল্যায়ণের ভিত্তিতে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছিল । ফলে রাজ্যে দশম স্থান অধিকার করেছে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সপ্তর্ষি মণ্ডল।
তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। তাঁর এই প্রাপ্ত নাম্বারে পরিবারের সবাই খুবই খুশি হয়েছে। সপ্তর্ষি মণ্ডল দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ছাত্র। স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও তাঁকে অভিনন্দন জানিয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে তাঁর বাড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি দুবরাজপুর চক্রের পক্ষ থেকে সপ্তর্ষিকে সম্মাননা এবং সংবর্ধনা প্রদান করা হয়। এদিন শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁকে উত্তরীয়, একটি মেমেণ্টো, বই, ডায়েরি, পেন ও একটি চারাগাছ তুলে দেওয়া হয়। আজকের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি দুবরাজপুর চক্রের সভাপতি তথা শিক্ষক অরিন্দম চ্যাটার্জ্জী, সম্পাদক রামতনু নায়ক, শিক্ষক অজয় মন্ডল, নিরঞ্জন ঘোষ, অরুণ খান ও দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক মুখার্জী প্রমুখ।সপ্তর্ষির এই সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। এদিনের সভায় উপস্থিত দুবরাজপুর চক্রের শিক্ষক সমিতির সভাপতি বলেন, সপ্তর্ষির এই সাফল্য এই এলাকার এবং রাজ্যের অন্যান্য ছাত্র-ছাত্রীদেরও অনুপ্রেরণা জোগাবে।