Read Time:1 Minute, 12 Second
পানিহাটির গঙ্গার তীরবর্তী ইসকন মন্দিরে দন্ড মহোৎসব পালিত হয়। করোনার জন্য দু’বছর ধরে বন্ধ ছিল এই দন্ড মহোৎসব।দন্ড মহোৎসব ওই অঞ্চলে দই চিঁড়ে উৎসব নামেও পরিচিত। গত দু’বছর ধরে এই উৎসব না হওয়ায় এই বছর মানুষের মধ্যে উৎসাহ ছিল অনেক বেশি, সকাল থেকেই নানান জায়গা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় করতে শুরু করে পানিহাটির গঙ্গার তীরবর্তী অঞ্চলে। বেলা বাড়তেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা, গরম ও ভিড়ে অসুস্থ হয়ে পড়েন অনেকজন, তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় । মর্মান্তিক দুর্ঘটনার পর মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ কর্মীরা এসে এই মেলা প্রাঙ্গণ খালি করেন। টুইট করে মুখ্যমন্ত্রী মৃত পূণ্যার্থীদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন।