রাজ্য থেকে ৫০ লক্ষ চিঠি গেল দিল্লিতে! রাজ্যের বরাদ্দ টাকা আঁটকে রেখেছে কেন্দ্র, সেই পাওনা টাকাই মেটানোর দাবিতেই রাজ্যের পক্ষ থেকে এই চিঠি। উল্লেখ্য দিল্লিতে আগামী ২ ও ৩ অক্টোবর ধর্না কর্মসূচী রয়েছে তৃণমূলের। আর তাঁর আগেই কয়েক লক্ষ চিঠি গেল রাজধানীতে। এই চিঠি পাঠানো হবে মন্ত্রী গিরিরাজ সিং ও নরেন্দ্র মোদির দফতরেও। কেন্দ্রের বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি টাকা আঁটকে রাখার অভিযোগ আনা হয়েছে। আঁটকে রয়েছে আবাস যোজনা ও মনরেগার বরাদ্দ টাকাও। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, ‘দিল্লি সত্যাগ্রহের আগে বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গিরিরাজ সিংকে চিঠি লিখেছেন, দিল্লিতে লাখ লাখ চিঠি পাঠানো হয়েছে৷’

পাওনা টাকার দাবিতে দিল্লিতে আন্দোলনের কথা আগেই ঘোষণা করেছে তৃণমূল। প্রথম দিন অর্থাৎ ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন রাজঘাটে তৃণমূলের নেতারা শ্রদ্ধা জানাবেন৷ পরের দিন যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার কর্মসূচী রয়েছে তৃণমূলের। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গিরিরাজের সিংয়ের সঙ্গে দেখা করার কথা ছিল। তবে, তৃণমূলের তরফে অভিযোগ, আগে থেকে জানানোর পরেও নাকি মন্ত্রী অভিষেকের সঙ্গে দেখা করেননি। তবে এ’বার কি হয় সেটাই এখন দেখার। এর আগেও দিল্লিতে আন্দোলনের অনুমতি দেওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দেয় তৃণমূল। এখন যদিও জানা যাচ্ছে তাঁরা প্রথম দিন রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করে পরের দিনই মূল আন্দোলনের ডাক দিয়েছেন।