Read Time:1 Minute, 19 Second
চীনের জাতীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক সমীক্ষা বলছে। চিনা নাগরিকদের মধ্যে অধিকাংশই পছন্দ করেন দিল্লির নরেন্দ্র মোদী সরকারকে। সমীক্ষা অনুযায়ী, চিনের ৫০ শতাংশ নাগরিকই নাকি সেদেশের সরকারের থেকে বেশি পছন্দ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে । যদিও বাকি ৫০ শতাংশ বেজিংয়ের সরকারের পক্ষেই মত দিয়েছেন । ৯ শতাংশ চিনা নাগরিক মনে করেন ভারত ও চিনের সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হবে না। ২৫ শতাংশ মনে করেন অদুর ভবিষত্যে চিন ও ভারত পরস্পরের কাছের বন্ধু রাষ্ট্র হয়ে উঠবে। একদিকে ক্রমশ সীমান্তে দুই দেশের মধ্যে বেড়ে চলা উত্তাপ, অন্যদিকে তার জেরে চিনা পণ্যে নিষেধাজ্ঞা। দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা দিনকে দিন বেড়েই চলেছে । তার মধ্যে এই সমীক্ষা ভারতীয়ের জন্যে কিছুটা আনন্দের তো বটেই।
