Read Time:1 Minute, 5 Second
মারণ করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হলেন সাই বেঙ্গালুরুর জাতীয় হকি অধিনায়ক মনপ্রীত সিং সহ জাতীয় হকি দলের ৬ জন প্লেয়ার ডিফেন্ডার সুরেন্দর কুমার, জশকরন সিং, বরুণ কুমার এবং গোলরক্ষক কৃষাণ বাহাদুর পাঠক, প্রত্যেকেই সুস্থ্য আছেন । শেষ দুবারের করোনা রিপোর্ট নেগেটিভ এসছে তাঁদের । হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছেন সকলে । গত ৭ অগস্ট অধিনায়ক মনপ্রীত সিং সহ ৫ হকি প্লেয়ারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁদের বেঙ্গালোরের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । প্রায় এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর অবশেষে করোনাকে হারিয়ে সুস্থ হলেন এঁরা ।
