৮০ হাজার কোভ্যাকসিন এল রাজ্যে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

করোনাকালে রাজ্যবাসীর জন্য সুখবর, আজ সকালেই কেন্দ্র সরকারের তরফে পাঠানো ৮০ হাজার নয়া কোভ্যাকসিন। নিয়ম অনুসারে বর্তমানে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে রাখা হয়েছে সমস্ত টিকাগুলি, এবং ভবিষ্যতে প্রয়োজন অনুসারে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্টন করা হবে এই টিকা। ভারত বায়োটেকের তরফ থেকে পাঠানো এই কোভ্যাকসিন পেয়ে স্বভাবতই খুশি রাজ্য। ইতিমধ্যেই গতকাল রাজ্যে সাড়ে পাঁচ লক্ষ টিকার ডোজ পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারের তরফে।

বর্তমানে রাজ্যে করোনা সংক্রমনের মাত্রা কিছুটা কমলেও টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে চলেছে ভবিষ্যতে করোনা সংক্রমন এড়াবার ক্ষেত্রে। সেক্ষেত্রে ধাপে ধাপে কেন্দ্রের তরফ থেকে পাঠানো এই টিকা করোনা সংক্রমণ রুখতে বেশ কিছুটা সহায়তা করবে রাজ্যবাসীকে। ইতিমধ্যেই রাজ্যে টিকা নিয়েছেন ১ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষ। স্বভাবতই টিকাকরণের আওতার বহির্ভূত রয়েছেন বিপুল পরিমাণ মানুষ। আর তাঁদেরই দ্রুততার সঙ্গে টিকাকরণ সম্পন্ন করতে তৎপর স্বাস্থ্য দপ্তর।

গত দু’দিনে রাজ্যে করোনা সংক্রমনের পাশাপাশি কমেছে মৃত্যুহারও। তবে আগামী দিনে করোনার তৃতীয় ঢেউ এড়াতে ইতিমধ্যেই বিরোধীদলের নেতাদের কাছে চিঠি দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে সুপার স্প্লেন্ডারের সংখ্যা অনেক বেশি ছিল। তাই আগামী দিনে তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় যাতে আগে থেকেই তৈরি থাকে রাজ্য সরকার গুলি সেদিকে নজর দিচ্ছেন বিশেষজ্ঞ মহল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ব্যাঙ্ক এবং পোস্টঅফিস কর্মীদের জন্য ছাড় দিল পূর্ব রেল । এম ভারত নিউজ

আজ থেকে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন ব্যাঙ্ক কর্মী এবং পোস্টঅফিস কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য এতদিন পর্যন্ত রেলের স্টাফেদের সঙ্গে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করার সুযোগ পাচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। তবে স্বাস্থ্যকর্মীদের মত এবার একই সমস্যায় ভুক্তভোগী হচ্ছিলেন ব্যাংক এবং পোস্ট অফিস কর্মীরাও। জরুরী পরিষেবার কারণে প্রতিনিয়ত ব্যাংক এবং পোস্ট অফিসে যেতে হয় […]

Subscribe US Now

error: Content Protected