নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ
ডিভিসির ছাড়া অতিরিক্ত জলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে গ্রামীণ হাওড়ার উদয়নারায়নপুর, আমতা সহ একাধিক ব্লকে। প্রশাসনের উদ্যোগে যথেষ্ট সর্তকতা অবলম্বন করার পরেও এড়ানো গেলোনা মৃত্যু। মঙ্গলবার বন্যা কবলিত উদয়নারায়নপুরের জোঁকা গ্রামে নিহত দশম শ্রেনীর এক ছাত্রী। ছাত্রীর নাম রিমা রক্ষিত(১৬)।চারিদিকে জল থৈথৈ। তার মধ্যেই জলবন্দি রিমা বাড়ির সামনে থেকে প্রবল জলের তোড়ে ভেসে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উদয়নারায়নপুর স্ট্রেট জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে।

মর্মান্তিক এই ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।প্রসঙ্গ উল্লেখ্য, গত রবিবারই ডিভিসির ছাড়া অতিরিক্ত জলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলার। তার মধ্যে হাওড়ার উদয়নারায়ণপুর একটি। বন্যা কবলিত এলাকায় প্রশাসনিক সতর্কতা সত্ত্বেও জলের তোড়ে ভেসে প্রাণ গেল ১৬ বছরের ওই কিশোরীর।