আমেরিকায় এবার মার্কিন ওষুধ নিয়ামক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের শরীরে ফাইজার এবং মডার্নার তৈরি করোনা টিকার বুস্টার ডোজ় প্রয়োগের অনুমোদন দিল । জানানো হয়েছে যে, এই বুস্টার ডোজ় নেওয়া যাবে ফাইজ়ার বা মডার্নার করোনা টিকার প্রাথমিক ডোজ় নেওয়ার ছয় মাস পর। এই বুস্টার ডোজ় নিতে পারবেন ১৮ বছর বা তার বেশি বয়সি যে কোনও মার্কিন নাগরিক ।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল আমেরিকায়। তবে তা শুধুমাত্র নিতে পারতেন ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা। সেক্ষেত্রে যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম এমন ব্যক্তিরাই বুস্টার ডোজের ক্ষেত্রে অগ্রাধিকার পেতেন। এর পাশাপাশি, তাঁদের জন্যও বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা হয়েছিল যাঁরা ঝুকিপূর্ণ পেশার সঙ্গে যুক্ত। তবে এবার আমেরিকায় ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন ।
এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডককের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই সিদ্ধান্তের ফলে অর্থাৎ করোনার বুস্টার ডোজের টিকা প্রাপ্তবয়স্কদের দেওয়া সম্ভব হলে করোনার বিরুদ্ধে অবিরত সুরক্ষা দিতে অনেকটা সাহায্য পাওয়া যাবে। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির সম্ভাবনা এবং মৃত্যুর মতো গুরুতর পরিণতি আগের থেকে অনেকটা কমবে বলেও আশাবাদী তিনি।