টি -শার্টের দাম এক লক্ষ ২৩ হাজার টাকা ! শুনতে অবাক লাগলেও ১টি টি -শার্ট কিনতে গিয়ে এক লক্ষ ২৩ হাজার টাকা মূল্য দিতে হল সোনারপুরের এক ব্যক্তিকে। আসলে টি- শার্টের মূল্য মাত্র ৩৬০ টাকা, তবে টি-শার্টটি কেনার পরে তা পুনরায় ফেরত দিয়ে অর্থ ফেরত চাওয়া হলে জালিয়াতির শিকার হতে হয় তাঁকে। ইতিমধ্যেই সোনাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বারেন্দ্র পাড়ার বাসিন্দা সন্দীপ পাল। এই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

জানা যায় অনলাইনে একটি টি- শার্ট কেনার পরে তা পুনরায় ফেরত দেওয়ার জন্য গুগল থেকে সেই কোম্পানির হেল্পলাইন নাম্বার জোগাড় করেন তিনি। যদিও বারংবার প্রচেষ্টা করা সত্ত্বেও ফোন লাগেনি কোম্পানিতে। পরবর্তীতে অপর একটি নাম্বার থেকে ফোন আসে তাঁর কাছে। এরপর তাঁকে ইন্ডেক্স ব্যবহার করতে বলা হয়। পাশাপাশি জানতে চাওয়া হয় ওটিপি। আর সেই ওটিপি দেওয়া মাত্রই তাঁর ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়। জানা যায় অ্যাকাউন্ট থেকে কয়েক ধাপে ২৫ হাজার. ৪৬ হাজার ও ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়। জানা যায় ওই ব্যক্তির এসবিআই এবং সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ।