নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :
মঙ্গলবার পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে নেমে জলে তরে তলিয়ে মৃত্যু হল ১ সিআইএসএফ জওয়ানের। জানা যাচ্ছে মৃত অভিযানের নাম সুমন মুখার্জী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। বর্তমানে উত্তরাখণ্ডের ক্যাডারে কর্মরত ছিলেন সুমন। বিনা বিরতিতে দেশের জন্য দীর্ঘদিন লড়াই করে , বাড়ি ফিরেছিলেন ছুটি কাটাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়া শহরের হুচুকপাড়ার বাসিন্দা ছিলেন ওই জওয়ান । রাতে বন্ধুদের সঙ্গে পার্টি সেরে, মঙ্গলবার সকালে বন্ধু বান্ধবদের সঙ্গে পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে নামেন ওই জওয়ান। এরপরই জলে তলিয়ে যান । সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা পুরুলিয়া সদর থানায় খবর দেয় । সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে । খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে । প্রায় ৩-৪ ঘন্টা ধরে চিরুনি তল্লাশি চালানোর পর জওয়ানের দেহ উদ্ধার হয় । উদ্ধারের পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোটা শহরে শোকের ছায়া নেমে এসেছে।