ইরাকের নাসিরিয়ার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। নাসিরিয়ার আল হুসেন হাসপাতালে, কোভিড ওয়ার্ডে আগুন লেগে যাওয়ার ফলে অগ্নিদগ্ধ এবং শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ৫৪ জনের। পরবর্তীতে মৃত্যুসংখ্যা বাড়তে পারে বলেই ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুসারে জানতে পারে গেছে ,প্রাথমিক তদন্তে অনুমান মূলত কোভিড ওয়ার্ডে থাকা অক্সিজেন ট্যাংকের বিস্ফোরণের ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ইতিমধ্যেই দমকলের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও এখনও পর্যন্ত অনেকেই নিখোঁজ রয়েছেন,তার মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী। পাশাপাশি দমকল কর্তৃপক্ষের তরফে এই ঘটনার প্রকৃত উৎস সন্ধানের চেষ্টা করা হচ্ছে।

ইতিমধ্যেই এই ঘটনার জেরে গুরুতর পদক্ষেপ নিয়েছেন, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমি। জানা যাচ্ছে এই ঘটনার পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি জেরে হাসপাতালের ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য এবং প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিককেও নির্দেশ দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, ‘আগুনে অনেক রোগীই করোনা ওয়ার্ডের মধ্যে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়ছেন জরুরি বিভাগের কর্মীরা।’