আলিপুর চিড়িয়াখানার মধ্যেই এবার তৈরি হবে পশুদের জন্য হাসপাতাল। এমনকি আধুনিকীকরণ করা হবে গোটা চিড়িয়াখানাতেই। সোমবার চিড়িয়াখানা পরিদর্শনের পর এমনটাই ঘোষণা করলেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আর মাত্র কয়েকটা মাস পরই শীতকাল। কচিকাঁচা থেকে শুরু করে বড়,সব্বার ভিড উপচে পড়বে চিড়িয়াখানায়। করোনা আবহে এই মুহুর্তে বন্ধ রাখলেও তাই শীতকালের মধ্যেই চিড়িয়াখানা খোলার পরিকল্পনা চালাচ্ছে সরকার। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই সোমবার চিড়িয়াখানায় যান বন মন্ত্রী।
তিনি বলেন, “ইতিমধ্যেই চিড়িয়াখানার ভিতরে জায়গা চিহ্নিত করা হয়ে গিয়েছে। সেখানেই পশু-পাখিদের জন্য তৈরি করা হবে মিনি হাসপাতাল। আধুনিকীকরণ করা হবে চিড়িয়াখানার। পশু-পাখিদের খাঁচায় অত্যাধুনিক জাল লাগানো হবে। পাশপাশি, সিসিটিভি লাগানো হবে চিড়িয়াখানার সর্বত্র।এছাড়াও একাধিক পদক্ষেপ করা হবে”।
তিনি আরও জানিয়েছেন, এখন চিড়িয়াখানার কোনো প্রাণী অসুস্থ হলে তাকে বাইরের হাসপাতালে নিয়ে যেতে হয়, যা বেশ ঝামেলার হয়ে ওঠে অনেক সময়ই। তাই চিড়িয়াখানার ভিতরেই মিনি হাসপাতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন খুব শীঘ্রই সুন্দরবন থেকে বাঘ আনা হবে আলিপুর চিড়িয়াখানায়।