হাথরাসে চোখের সামনে এত মৃত্যু দেখে সহ্য করতে পারেননি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল যোগী রাজ্যের এক পুলিশ কনস্টেবলের। মৃতের নাম রবি যাদব (৩০)। হাথরাসে ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্টের খবর থানায় আসতেই তড়িঘড়ি তাকে এটাহ হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে সারি দিয়ে শুইয়ে রাখা মহিলা ও শিশুদের দেহ দেখেই অসুস্থ বোধ করেন তিনি। রবিকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যাওয়া হয়, সেখানেই মারা যান রবি ।
কনস্টেবল রবি এটাহ আওগড় থানায় পোস্টিং ছিলেন। তিনি তার সহকর্মী শেখর প্রেমীর সঙ্গে একমাস ধরে কিউআরটি (কুইক রেসপন্স টিম) ডিউটিতে ছিলেন। চিকিৎসকরা জানান, এতগুল মৃতদেহ একসঙ্গে দেখার ফলে আঘাত সইতে পারেননি ওই পুলিশকর্মী। তার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এতগুলি মৃতদেহ একসঙ্গে দেখার ফলে আঘাত সইতে পারেননি রবি। সেই কারণেই এই ঘটনা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যাদবের পরিবারে। জানা গিয়েছে, ইটাহ জেলার আওয়াগড় থানায় কনস্টেবল ছিলেন রবি। তবে তিনি এক মাস ধরে কিওয়ারটিতে কাজ করছেন।