হিন্দুকুশ পর্বত মালার উপর দিয়েই উত্তর আমেরিকা সফর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 56 Second

এবার দিল্লি থেকে যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকা সফরের ক্ষেত্রে সফরের বৃদ্ধিপ্রাপ্ত সময়সীমা বেশ কিছুটা হ্রাস হতে চলেছে বলেই জানা যাচ্ছে। মূলত আফগানিস্তানের আকাশ পথ বন্ধ থাকার কারণে এবার শক্তিশালী হিন্দুকুশ পর্বতমালা ওপর দিয়েই বিমান উড্ডয়নের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। যার ফলে দীর্ঘসময়ের এই সফরের সময়সীমা বেশ কিছুটা হ্রাস হতে চলেছে।এই নতুন রাউটিংয়ে তিরিচমীরের (৭৭৮০মিটার) উপরে বোয়িং ৭৭৭ এবং ৭৮৭ গুলিকে উড়তে দেখা যাবে প্রথমবারের মত। মূলত হিমালয়- কারাকোরাম রেঞ্জের বাইরে এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ।

প্রসঙ্গত উল্লেখ্য ,আগস্টের মাঝামাঝি থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মার্কিন যাত্রাগুলি এই রুটে ননস্টপ ফ্লাইটগুলি পাকিস্তান- আফগানিস্তান- তুর্কমেনিস্তান/উজবেকিস্তান রুটের পরিবর্তে আফগানিস্তানের নীচে দক্ষিণ পাকিস্তান হয়ে এবং তারপর ইরান-তুরস্ক হয়ে দীর্ঘ পথ গ্রহণ করেছে। তবে বিমান সংস্থাগুলি আগামী দিনে এই দীর্ঘ পথ অতিক্রম করতে নারাজ। আর সেই কারণেই এখন থেকে এই বিমানটি উত্তর দিকে ধাবমান হয়ে কাশ্মীরের ওপর হয়ে হিন্দুকুশ রেঞ্জের উপর উড্ডয়ন করবে ।এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে উড্ডয়নের এই সিদ্ধান্ত আগামী দিনের সময় এবং জ্বালানি উভয়ই সাশ্রয় করবে।এছাড়াও জানা গিয়েছে উত্তর আমেরিকা থেকে ফেরার সময় বিমানটি ৪ টন জ্বালানি সঞ্চয় করতে সক্ষম হবে। এই প্রসঙ্গে এক এয়ারলাইনে তরফ থেকে জানানো হয়েছে,”উত্তর আমেরিকার ননস্টপ ফ্লাইটের উড্ডয়নের সময় কমপক্ষে ৪০ মিনিট এবং যুক্তরাজ্যের (লন্ডন ও বার্মিংহাম) জন্য কমপক্ষে ২০ মিনিট কম সময়ের মধ্যে পৌঁছতে সক্ষম হবে ।বর্তমানে আফগান আকাশসীমা বন্ধ হওয়ার আগের মত দিল্লি এবং মূল ভূখণ্ড ইউরোপের মধ্যে ননস্টপ বিমান পরিষেবা গুলি আপাতত দক্ষিণ পাকিস্তানের পথ অব্যাহত রাখবে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দিল্লিকে দূষণমুক্ত করতে নয়া পদক্ষেপ সরকারের । এম ভারত নিউজ

দিল্লিকে দূষণমুক্ত করতে নয়া পদক্ষেপ নিল দিল্লি সরকার। আজ দিল্লির পলিউশন কন্ট্রোল কমিটি,ও গ্রীন মার্শালের সঙ্গে একটি যৌথ বৈঠক করেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। তারপর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী ৭ অক্টোবর থেকে ২৭ শে অক্টোবর পর্যন্ত দিল্লিতে অ্যান্টি ডাস্ট ক্যাম্পেইন চালু করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য গত কালই দিল্লির পরিবেশমন্ত্রী […]

Subscribe US Now

error: Content Protected