নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মমতাকে বেশ এক হাত নিলেন আব্বাস সিদ্দিকি। মমতার বলা “দুধেল গরুর” প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন আইএসএফ প্রধান। আব্বাসের কথায়, ‘তৃণমূল আসার পরই বাংলার সমাজে ভাগাভাগি হয়েছে। দেখুন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই ইমামদের আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া শুরু করল। যেহেতু কোন সরকার এর আগে এরকম কিছু চালু করেনি, তাই আমরা বেজায় খুশিও হয়ে গেলাম। কিন্তু এটা কি ভেবে দেখেছেন, ইমামদের ঘরে তো বিএ পাশ এমএ পাশ ছেলে মেয়ে রয়েছে, কই তাদের চাকরি তো হল না। মাসে আড়াই হাজার টাকা করে দিলে বছরে হয় ৩০ হাজার টাকা। কিন্তু কোন ছেলে মেয়েকে চাকরি দিলে সে তো এক মাসে ৩০ হাজার টাকা রোজগার করে ফেলত। তাহলেই দেখুন আমরা কত বোকা। মাত্র আড়াই হাজার টাকার ভাতাতেই আমরা আনন্দে তৃণমূলের গুণগান গাইতে শুরু করলাম’।
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুসলিম তোষণের অভিযোগ এনে তিনি আরো বলেন “বাংলায় বিজেপি আসার পর মমতা ব্যানার্জী আমাদের এখানে এলেন। মাথায় ঘোমটা দিয়ে নামাজ পড়লেন, ইনশাল্লাহ বললেন- আমরা ভাবলাম আমাদের কাছের মানুষ এসেছে। অন্যদিকে আবার বললেন- যে গরু দুধ দেয়, তার লাথিও তো খেতে হবে। আমাদের গরু বলেও উপহাস করলেন”। পশ্চিমবঙ্গে বিজেপিকে হটানোর জন্য আগে তৃনমূলকে হটানো দরকার, এমনটাই মনে করেন বলে নন্দীগ্রামের সভা থেকে জানিয়েছেন আব্বাস সিদ্দিকি।