“ভাতাও দিচ্ছেন আবার গরুও বলছেন”, মমতাকে কটাক্ষ আব্বাসের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মমতাকে বেশ এক হাত নিলেন আব্বাস সিদ্দিকি। মমতার বলা “দুধেল গরুর” প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন আইএসএফ প্রধান। আব্বাসের কথায়, ‘তৃণমূল আসার পরই বাংলার সমাজে ভাগাভাগি হয়েছে। দেখুন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই ইমামদের আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া শুরু করল। যেহেতু কোন সরকার এর আগে এরকম কিছু চালু করেনি, তাই আমরা বেজায় খুশিও হয়ে গেলাম। কিন্তু এটা কি ভেবে দেখেছেন, ইমামদের ঘরে তো বিএ পাশ এমএ পাশ ছেলে মেয়ে রয়েছে, কই তাদের চাকরি তো হল না। মাসে আড়াই হাজার টাকা করে দিলে বছরে হয় ৩০ হাজার টাকা। কিন্তু কোন ছেলে মেয়েকে চাকরি দিলে সে তো এক মাসে ৩০ হাজার টাকা রোজগার করে ফেলত। তাহলেই দেখুন আমরা কত বোকা। মাত্র আড়াই হাজার টাকার ভাতাতেই আমরা আনন্দে তৃণমূলের গুণগান গাইতে শুরু করলাম’।

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুসলিম তোষণের অভিযোগ এনে তিনি আরো বলেন “বাংলায় বিজেপি আসার পর মমতা ব্যানার্জী আমাদের এখানে এলেন। মাথায় ঘোমটা দিয়ে নামাজ পড়লেন, ইনশাল্লাহ বললেন- আমরা ভাবলাম আমাদের কাছের মানুষ এসেছে। অন্যদিকে আবার বললেন- যে গরু দুধ দেয়, তার লাথিও তো খেতে হবে। আমাদের গরু বলেও উপহাস করলেন”। পশ্চিমবঙ্গে বিজেপিকে হটানোর জন্য আগে তৃনমূলকে হটানো দরকার, এমনটাই মনে করেন বলে নন্দীগ্রামের সভা থেকে জানিয়েছেন আব্বাস সিদ্দিকি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোটের আগে এক নজরে জেলার ছবি । এম ভারত নিউজ

রাত পোহালেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন শুরু হতে চলেছে। ঠিক তার আগে কেমন তোড়জোড় শুরু হয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক । ময়ূরেশ্বর বিধানসভার এবার বিজেপি প্রার্থী শ্যামাপদ মন্ডল। এককথায় ময়ূরেশ্বরকে বিজেপির জিগরি বলা যেতেই পারে। এখানে প্রার্থী হয়ে জয় লাভের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত শ্যামাপদ মন্ডল এমনটাই […]

Subscribe US Now

error: Content Protected