রাজ্যের সমস্ত দুর্নীতি মামলায় বিচারক হিসেবে যে নামটি সবার প্রথমে উঠে এসেছে সেই নামটি হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাধারণ মানুষের দাবি মেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের দুর্নীতির প্রায় সবকটি মামলায় তদন্তভার দিয়েছিলেন সিবিআইকে। কিন্তু প্রায় সাত মাস কেটে গেলেও একটিও মামলার সমাধান করতে পারেনি সিবিআই। মঙ্গলবার এজলাসে আইনজীবী কল্যাণ গঙ্গোপাধ্যায়ের সাথে কথোপকথনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি অনেকগুলি মামলায় সিবিআইকে তদন্ত ভার দিলেও তারা এখনো পর্যন্ত কিছুই উদ্ধার করতে পারেনি, আদৌ পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, এ মুহূর্তে রাজ্যের শিক্ষাক্ষেত্রের অবস্থা উদ্বেগ প্রকাশ করার মত তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী কে দেখার কথা বলব।
সেই সময় তিনি আরো বলেন কাল থেকে মনে হচ্ছে সিবিআইকে তদন্ত না দিয়ে সিটকে দিলে ভালো হতো সিবিআই কিছু পারবে বলে আমার মনে হচ্ছে না।তখন কল্যাণ গঙ্গোপাধ্যায় বলেন সিবিআই দুদিন হইহই করে তারপর চুপ হয়ে যায়।
CBI তদন্তে উদ্বেগ প্রকাশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 39 Second