আচমকা বিচারপতির পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজনীতিতে যোগ? শুরু জল্পনা। সূত্রে খবর, এবার পদ থেকে অবসর নিতে চলেছেন তিনি। মঙ্গলবার পদত্যাগ করবেন বলে জানা গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছেন।
আজ, রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে বিচারপতি জানান নিজের ইস্তফা দেওয়ার কথা। তাঁর কথায়, আগামীকাল, সোমবার তাঁর কলকাতা হাইকোর্টে শেষ দিন। যে ক’টি মামলা আপাতত তাঁর হাতে রয়েছে, তা তিনি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। এরপর মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবেন।
রাজ্যের শাসকদলের সমালোচনা করে বিচারপতি জানান, পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। আদালতের পরিসরে থেকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না। তাই বৃহত্তর কিছু ক্ষেত্রের কথা ভাবছেন তিনি। তাহলে কি বিচারপতির পদে পদত্যাগ করে রাজনীতি যোগ দেবেন তিনি? তাঁর বিজেপিতে যোগদান নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। উঠছে প্রশ্ন।