সংসদীয় রণনীতি নির্ধারণে কাল রাজধানীতে পৌঁছতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় পাশাপাশি দুই কক্ষের সংসদের নিয়ে কাল বৈঠকে বসতে চলেছেন তিনি । এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সংসদের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে তাঁর। লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪ । আর তার আগেই কেন্দ্রীয় শাসক দলকে দমন করার রণকৌশল আঁটতেই দিল্লির পথগামী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংসদে তৃণমূলের রণনীতি ঠিক কোন দিকে এগোতে চলেছে ,সে নিয়েও বৈঠক হবে আগামীকাল। এছাড়াও বিল, অর্ডিন্যান্স সম্পর্কে দলের ঠিক কী অবস্থান হবে, সে সব নিয়ে দলের অবস্থান সাংসদদের কাছে স্পষ্ট করতে চলেছেন তিনি।

কিছুদিন আগেই বক্তব্য পেশ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান আপাতত সর্বভারতীয় স্তরে মোট দশটি রাজ্যে তৃণমূল বিস্তার লাভ করতে চলেছে। আর সেই বক্তব্যের বাস্তবায়নেই এবার উঠে পড়ে লাগলেন তিনি । জানা যাচ্ছে আগামীকাল এই বৈঠক তৃণমূলের এক বর্ষীয়ান সাংসদের বাড়িতেই হতে চলেছে। এছাড়া প্রত্যহ পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে ভ্যাকসিন নীতিনির্ধারণে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা সমস্ত বিষয়ই ঠিক কি ধরনের স্ট্যান্ড নিতে চলেছে তৃণমূল তা নিয়েও আলোচনা হবে কালকের বৈঠকে। জানা যাচ্ছে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের পরে আগামী ২৬ শে জুলাই দিল্লি যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।