ইডির ডাকে সাড়া দিচ্ছেন না অভিষেক, স্পষ্ট করলেন নিজেই। এম ভারত নিউজ

admin

তারপরেই শুরু হয় জল্পনা। ওই দিনই কেন ডাকা হল যুব নেতাকে

0 0
Read Time:1 Minute, 52 Second

৩ তারিখ দিল্লিতেই থাকবেন অভিষেক। এমনটাই জানিয়ে দিলেন তিনি। আগামী ৩ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জিজ্ঞাসাবাদে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তবে এই ডাকে সাড়া দিচ্ছেন না যুব নেতা। আজ শুক্রবার নিজের X হ্যান্ডেলে এমনিটাই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজ্যের বকেয়া টাকা আদায় করতেই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচী রয়েছে ঘাসফুল শিবিরের। যা বহু দিন আগেই নির্ধারিত। তবে কাল আচমকাই ইডির পক্ষ থেকে তলবের নোটিশ পান অভিষেক। তারপরেই শুরু হয় জল্পনা। ওই দিনই কেন ডাকা হল যুব নেতাকে এই প্রশ্নে উত্তাল হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। তবে সেই জল্পনাকে উড়িয়ে আজ পরিষ্কার জানালেন অভিষেক যে, তিনি ইডির ডাকে সাড়া দিচ্ছেন না। ঐ দিন দিল্লিতেই থাকছেন তিনি। শুধু তাই নয় নিজের X হ্যান্ডেলে রিতিমত চ্যালেঞ্জ জানিয়েছেন যুব নেতা। তিনি লেখেন, ‘সব বাধার মধ্যেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। পারলে আমাকে আটকে দেখান’। এর আগেও অভিষেককে তলব করে ইডি। তখন যদিও সেই তলবে সাড়া দিয়েছিলেন তিনি। তবে এবারে ইডির তলবে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে যাবেন না বলেই জানালেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিধানসভার আগে র‍্যাপিড-প্রচারে মোদি, জানুন সম্পুর্ণ কর্মসূচী। এম ভারত নিউজ

প্রত্যেকটি জায়গাতেই আসন্ন বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে বিজেপিকে

Subscribe US Now

error: Content Protected