শীতলকুচির ঘটনায় মোদি-শাহকে তোপ অভিষেকের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 55 Second

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা থেকেই অশান্তি লেগে রয়েছে| চতুর্থ দফায় অশান্তির আঁচ আরও বেড়ে চার জনের মৃত্যু হল| বহিরাগত শক্তির কাছে মাথা নত না করায়, বিজেপি-র বশ্যতা স্বীকার না করায় চার জনকে গুলি করে মারা হয়েছে। উত্তর দমদমের জনসভা থেকে শীতলকুচির ঘটনা নিয়ে এ ভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্মম, নৃশংস ভাবে চার জন তরতাজা যুবককে গুলি করে মেরেছে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের অপরাধ তাঁরা বাংলার মানুষ, বঙ্গবাসী।” অভিষেক বলেন -যাঁদের গুলি করে মারা হয়েছে তাঁদের হাতে কোনও অস্ত্র ছিল না,লাঠি বা কোনও ডান্ডাও ছিল না| কিন্তু তার পরেও বুকে গুলি চালানো হয়েছে। তাঁর কথায়, “যদি আত্মরক্ষার জন্য মারতেন তা হলে হাতে মারতেন, আকাশে গুলি করতে পারতেন। ভিড় ছত্রভঙ্গ হয়ে যেত। কিন্তু তা করে না বুকে গুলি করা হয়েছে।” এর পরই অভিষেক হুঁশিয়ারি দেন, যাঁর নির্দেশেই এই কাজ হয়ে থাকুক না কেন, আগামী দিন তা খুঁজে বার করা হবে।

শুধু তাই নয়, ক্ষমতায় এলে এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, “যত বড়ই মাথা থাকুক না কেন টেনে বার করব।” ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শীতলকুচি নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়েও সরব হয়েছেন| রবিবার বরাহনগরের এক জনসভা থেকে দিলীপ বলেন, “ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’’ দিলীপের এই ঘৃণ্য মন্তব্য উল্লেখ করে অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতজোড় করে অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আগামী কাল সাংবাদিক বৈঠক করে তাঁকে দল থেকে বহিষ্কার করে দেখান। আপনাদের কোনও ইন্ধন নেই প্রমাণ করতে হবে। যদি না করেন আপনার রাজ্য সভাপতির কথাই কিন্তু মানুষ মেনে চলবে।” অভিষেকের কথায়, “সিঙ্গুর, নন্দীগ্রাম করে সিপিএমের কী হাল হয়েছিল মনে আছে তো? আগামী দিন বাংলার মানুষ কড়ায় গণ্ডায় প্রমাণ করবে এই মাটি গুজরাত বা মধ্যপ্রদেশের নয়।” বাংলাকে যারা দখল করতে চাইছে তাদের বুলটের মাধ্যমে জবাব নয়, বরং ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে|পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন, আগামী দিন যত বড় যুদ্ধই হোক না কেন, তাঁরা প্রস্তুত আছেন|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দীর্ঘ ১৮ বছর খালি পায়ে, ২মে কি স্বপ্ন পূরণ হবে নীলমণির ? । এম ভারত নিউজ

ভোটের মরসুমে সরগরম রাজ্য রাজনীতি| ভোটযুদ্ধের মাঝে বিজেপির একনিষ্ঠ সমর্থককে পাওয়া গেল|কেতুগ্রামের নীলমণি দানা, তিনিই এখন খবরের শিরোনামে। রূপকথার গল্পের মতোই অনেকটা বিজেপি সমর্থক নীলমণির জীবন।এক দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে তাঁর জীবনের আঠেরোটা বছর কেটে গিয়েছে। ৪৬ বছরের নীলমণি পশ্চিমবঙ্গে নিজের প্রিয় দল বিজেপিকে ক্ষমতায় দেখার অপেক্ষায় আছেন দীর্ঘদিন ধরে। “ধনুক […]

Subscribe US Now

error: Content Protected