আর জি কর কাণ্ডের জের; অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি! পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়। হুমকির ভিডিও ভাইরাল হতেই তৎপর ‘পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন’।
উল্লেখ্য, ‘আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে ‘প্রতিবাদ কর্মসূচি’র একটির ভিডিও ভাইরাল হয়। তাতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে’। এই ঘোষণায় আশে-পাশের বেশ কয়েকজন আনন্দে আত্মহারাও হয়ে উল্লাসে ফেটে পড়ে!
এই বিষয়কে কেন্দ্র করে এদিন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করল ‘পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন’। এ’ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে কমিশন। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। পুলিশের কাছে তাঁদের গ্রেফতারির দাবিও জানিয়েছে কমিশন। সংশ্লিষ্ট ঘটনায় রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলেরা সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে কটাক্ষ করেন।
তাঁরা সোশ্যাল সাইটে পোস্ট করে জানান, ‘এই মন্তব্য আপনাদের নিম্ন রুচির পরিচয় দেয়। এক কন্যার হয়ে আপনারা বিচার চাইছেন, অন্য কন্যাকে ধর্ষণের জন্য মানুষদের উসকাচ্ছেন? এ কেমন বিচার আপনাদের? নোংরা কৌশলের মাধ্যমে নয়, আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। আগেও এরকম করেছেন। তা বলে এক শিশুকে ধর্ষণের হুমকি দিতে ছাড়ছেন না। রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে তা বলে একটা বাচ্চাকেও আপনারা ছাড়বেন না।’ অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘এমন হুমকি দেওয়ার কথা বিজেপি নেতা-কর্মীরা ভাবতেই পারেন না। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেও তৃণমূল নিম্নরুচির পরিচয় দিয়েছে।’