কয়লাকান্ডে আগামী ১২ ই অক্টোবর সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই পাতিয়ালা হাইকোর্টে তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়েছিলেন তিনি। মূলত করোনা পরিস্থিতির কারণেই কলকাতায় নিজের সন্তানদেরকে ছেড়ে কোনওভাবেই দিল্লি যাওয়া সম্ভব নয়, এমনটাই জানিয়েছিলেন অভিষেক স্ত্রী রুজিরা। তবে এই তদন্ত প্রক্রিয়া চালানোর সুবিধার্থে তাঁর এই আবেদন খারিজ করেছে পাতিয়ালা হাউস আদালত। গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই হাজিরা দিয়েছিলেন তিনি। তবে পরবর্তী হাজিরার ক্ষেত্রে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে তাঁকে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কয়লাকান্ডে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক ববন্দ্যোপাধ্যায়। বে তাঁর স্ত্রীকে ডেকে পাঠানো হলে,দুজনেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন জানান। আর সেই কারণেই, গত মঙ্গলবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুজনেই। মূলত করোনা পরিস্থিতির কারণেই সশরীরে হাজির দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে চেয়েছিলেন অভিষেক পত্নী।যদিও তাঁদের এই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, দক্ষিণ দিল্লিতে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি বাড়ি কেনা রয়েছে। সেখান থেকেই হাজিরা দিতে পারেন অভিষেক পত্নী।আর প্রায় মাঝেমধ্যেই সংসদের কাজের দিল্লি আসতে হয় অভিষেককে। তাই এই পরিস্থিতিতে দিল্লির আসা যে খুব একটা বড় ব্যাপার হবে না, তাও ভালোমতোই বুঝিয়ে দেয় আদালত। ওদিকে ইতিমধ্যেই ইডির তরফ থেকে রুজিরাকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করার পরোয়ানা জারি করার আবেদন জানানো হয়েছে।