Read Time:1 Minute, 20 Second

আজ সকালে ৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুর- কলকাতা রোডে কোলাঘাট থানার বড়দাবাড় এলাকায় একটি অলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । গাড়িতে থাকা এক কলেজ ছাত্রী ছিটকে রাস্তার ধারে পড়ে যায় । ঘটনা স্থলেই মৃত্যু হয় ওই কলেজ ছাত্রীর। গাড়ি থেকে পাওয়া একটি ডায়েরি থেকে জানা যায় যে মেয়েটি প্রথম বর্ষের ছাত্রী, নাম সুস্মিতা পারুই, বয়স আনুমানিক ২০ বছর । ঠিকানা এখনো জানা যায়নি।

গাড়ির চালক আশঙ্কা জনক অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতলে ভর্তি । প্রত্যক্ষদর্শী এবং এলাকা বাসীর অভিযোগ, দীর্ঘ ক্ষণ রাস্তার ধারে গারি এবং ওই দুই যাত্রী পড়া থাকা সত্বেও কোনো ট্রাফিক কিংবা টহলদারি পুলিশকে দেখা যায়নি । পরে স্থানীয়রা খবর দিলে কোলাঘাট থানার পুলিশ এসে গাড়ির চালক সহ মৃত ছাত্রীকে পাঁশকুড়া হাসপাতালে নিয়ে যায় ।