মন্দিরের সম্পত্তি নিয়ে বিবাদের জের। পুরোহিতকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল রাজস্থানের জয়পুর থেকে ১৭৭ কিলোমিটার দূরে করৌলি গ্রামে। পুলিশ সূত্রে খবর, গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে পুজো করতেন বাবুলাল বৈষ্ণব নামে ওই পুরোহিত। নিয়মিত পুজোর জন্য মন্দিরের ট্রাস্টি বোর্ড তাঁকে পুরোহিত ও কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করেন। পুজো করে সংসার না চলায় মন্দিরের ১৩ বিঘা জমি চাষবাসের জন্য দেওয়া হয় বাবুলালকে। এই রীতিকে বলা হয় মন্দির মাফি। এই জমি ঘিরেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, চাষবাসের পাশাপাশি বাবুলাল ওই জমিতে নিজের জন্য বাড়ি বানাতে উদ্যত হন। তাতেই বাধা দেয় এলাকার সংখ্যাগরিষ্ঠ মীনা সম্প্রদায়ের বাসিন্দারা। বিষয়টি গ্রামের মোড়লকে জানানো হলে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হলে ফের বাড়ি তৈরি করতে শুরু করেন বাবুলাল। তবে তাতেও বাধা দেয় বাসিন্দারা। বচসা গড়ায় হাতাহাতিতে। তখনই বাবুলালের গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয় েদওয়া হয় বলে অভিযোগ। তড়িঘড়ি জয়পুরের এসএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরোহিতকে। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুরোহিতকে পুড়িয়ে মারার অভিযোগ। এম ভারত নিউজ
Read Time:1 Minute, 57 Second