
করোনা আবহে দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে|এর মধ্যেই সিনেমা জগতে শোকের ছায়া,বলিউডের অভিনেতা অমিত মিস্ত্রি হৃদরোগে আক্রান্ত হয়েছে শুক্রবার পরলোকগমন করলেন| অভিনেতা অমিতের অভিনীত ছবিগুলি হল- ‘কেয়া কহেনা’, ‘এক চল্লিশ কি লাস্ট লোকাল’, ‘৯৯’, ‘আ জেন্টলম্যান’। শুধু সিনেমা নয় অভিনেতা অমিতকে গত বছর অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল।অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রকম বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
অমিতের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন তাঁর সহকারী মহর্ষি দেশাই। তিনি জানান, ‘কোনও রকম শারীরিক অসুস্থতা ছিল না অমিতের। একদম সুস্থ ছিলেন অভিনেতা। প্রাতঃরাশের পর আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।’ অভিনেতার হঠাৎ অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরাও। অনেকেই বলছেন, শেষবার যখন দেখা হয়েছিল, তখনও পুরোপুরি ঠিক ছিলেন অমিত। কোনও অসুস্থতার লক্ষণ ছিল না তাঁর। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক মাহির খান মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দিন দশেক আগে অমিতের সঙ্গে কথা হয়েছিল তাঁর। মাহির নতুন কাজ করছেন কি না জানতে চেয়েছিলেন অমিত। বন্ধুর সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন অভিনেতা। কিন্তু আচমকাই হৃদরোগে অমিত তারাদের দেশে পাড়ি দিলেন|