বাগদান পর্ব সারলেন অভিনেতা বিদ্যুৎ জামাল। কিন্তু পাত্রী কে? পাত্রী হলেন পোশাক শিল্পী নন্দিতা মোহতানি। তার সঙ্গেই বাগদান সারলেন বিদ্যুৎ। সেই খবর নিজের অনুগামীদের সঙ্গে দুজনে শেয়ারও করে নিয়েছেন ইনস্টাগ্রামের মাধ্যমে। ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেন বিদ্যুৎ। প্রথম ছবিতে দেখা যায়, হারনেস পরে একে অপরের হাত ধরে দেওয়াল বেয়ে উঠছেন বিদ্যুৎ এবং নন্দিতা। দ্বিতীয় ছবিতে তাজমহলের সামনে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে। ছবির ক্যাপশনে লেখা, ‘কম্যান্ডোর মতো করে বাগদান সারলাম।’ পয়লা সেপ্টেম্বরই এই শুভকাজ সেরে ফেলেছেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘কম্যান্ডো’ বিদ্যুতের বলিউডে ডেবিউ ছবি। জীবনের দুই বিশেষ দিককে এভাবেই মিলিয়ে দিয়েছেন তিনি। এই ছবিগুলি নন্দিতাও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। ছবির ক্যাপশনে লিখেছেন,”আর ওকে অপেক্ষা করাতে পারলাম না। হ্যাঁ বলে দিলাম।” যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনোদিনই এর আগে মুখ খুলতে দেখা যায়নি বিদ্যুৎ বা নন্দিতাকে। কিন্তু আগেও একে অপরের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা গেছে। সেই জল্পনাতেই এবার সিলমোহর দিলেন দুজনে। নতুন যুগলকে অভিনন্দন জানিয়েছেন সোফি চৌধুরী এবং তানিশা মুখোপাধ্যায় ছাড়াও বিভিন্ন তারকারা।