আফগানিস্তানের তালোকান প্রদেশ দখল করল তালিবানরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

রবিবার তালিবানরা উত্তর -পূর্ব তাখার প্রদেশের তালোকান শহর দখল করে নিয়েছে। বাসিন্দারা এএফপিকে জানিয়েছে, বিদ্রোহীদের কাছে তৃতীয় প্রাদেশিক রাজধানী তালোকান শহর। সূত্রের খবর অনুযায়ী,সরকার সাহায্য পাঠাতে ব্যর্থ হওয়ার পর আফগানরা আজ বিকেলে শহর থেকে সরে যায়।কয়েকদিন আগেই তালিবানদের পাখির চোখ পশ্চিমের প্রাদেশিক রাজধানী হেরাট এবং দক্ষিণের শহর লস্কর। গুরুত্বের বিচারে আফগানিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কান্দাহার। এই বিমানঘাঁটি থেকে একদিকে আফগান সেনাকে যেমন লজিস্টিক সহায়তা প্রদান করা হয়, তেমনই অন্যদিকে বিমান হানা চালাতেও মেলে সহায়তা। ফলে এই বিমানঘাঁটিটিকে দখল করতে চাইছে তালিবানরা। আজ সকালেই কুন্দুজ শহরের প্রধান চত্বরে তালিবানদের পতাকা উড়তে দেখা যায়।

গত কয়েকদিন ধরেই এই এলাকা ঘিরে ফেলছিল তালিবান জেহাদিরা। তাঁদের ভয়ে শহর ছাড়ছেন বহু মানুষ।তালিবানের লাগাতার হামলায় এই মুহূর্তে কোণঠাসা আফগান সেনা ও সরকার।হেরাত, জালালাবাদ ও কান্দাহার শহরের অনেকটাই দখল করে ফেলেছে তালিবান। সরকারি কমান্ডো বাহিনী ময়দান কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু দখল করা এলাকায় লুটপাট, তোলা আদায়, কমবয়সি ছেলেদের নিজেদের বাহিনীতে জোর করে যোগ দেওয়ানো ও মেয়েদের ধরে নিয়ে যাওয়ার মতো অত্যাচার চালিয়ে যাচ্ছে তালিবানরা। ফলে রণক্ষেত্র ছেড়ে কাবুলের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এয়ারক্রাফট বিক্রান্ত প্রথম ট্রায়ালেই সফলতা অর্জন করেছে । এম ভারত নিউজ

এয়ারক্রাফট বিক্রান্ত রবিবার সফলভাবে তার প্রথম সমুদ্রযাত্রা সম্পন্ন করেছে। বিমানবাহী রণতরী ৪ আগস্ট কোচি থেকে যাত্রা শুরু করেছিল ।ভারতীয় নৌবাহিনীর প্রধান জানিয়েছেন, বিক্রান্তের যাত্রা পরিকল্পিতভাবে সফল হয়েছে এবং সিস্টেম প্যারামিটার সন্তোষজনকভাবে কাজ করেছে।এখনও পর্যন্ত জাহাজটি ভারতীয় নৌবাহিনীর কাছে পৌঁছায়নি। বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর এর আগে সমস্ত যন্ত্রপাতি এবং কার্যকারী […]
national_670

Subscribe US Now

error: Content Protected