তালিবানদের নামে প্রশংসা করে ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার ধারণা তালিবানরা মধ্যে অনেক বৃহৎ মানসিকতার পরিচয় দিচ্ছে। আগে তারা এত বড় মনের পরিচয় দেয়নি কখনোই । বর্তমানে তারা মহিলাদের কাজ করতে যেতে দিচ্ছে। পাশাপাশি আফগানিস্তানে তালিবানি সরকারেও তাদের অবদান রাখার জন্য এগিয়ে আসতে বলা হয়েছে। পাশাপাশি তাঁর দাবি ক্রিকেট পছন্দ করে তালিবানরা। তাই সে দেশের খেলোয়াড়দের জন্য তা সুখবর। আফ্রিদির এই বক্তব্যের পরই বেশ কয়েকজন দাবি করেছেন আগামী দিনে তালিবানদের প্রধানমন্ত্রী হিসেবে আফ্রিদিকেই নির্বাচন করা হোক।

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম নয় এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য বারবার সমালোচনার পাত্র হয়েছেন তিনি। তবে এবার তার এই প্রসঙ্গে বক্তব্য ঘিরে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে নেট মাধ্যমে। একটি দেশের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তাঁর বক্তব্য বাস্তবের সঙ্গে মানানসই নয়। ইতিমধ্যেই আফগানিস্তানের মহিলাদের কর্মক্ষেত্রে যাওয়ার বিষয়ে ফতেয়া জারি করেছে তালিবানরা । সেক্ষেত্রে কিসের ভিত্তিতে তালিবানদের গুনোগান করছেন আফ্রিদি? তা মোটেও বোধগম্য হচ্ছে না নেটিজেনদের।