
রাজ্যে বন্ধ হচ্ছে না হুক্কা বার। নির্দিষ্ট কোনও আইন নেই। কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন। বিচারপতি জানিয়েছেন, যদি সিগারেট খাওয়ার অনুমোদন থাকে, তাহলে হুক্কাতে তো নিকোটিন আর হারবাল আছে। তাতে বাধা কোথায়? বিচারপতি মান্থা আরও বলেন, হুক্কা বারের জন্য ট্রেড লাইসেন্স দরকার হয় না। যারা খাবে তাদের বিষয়। এতে রাজ্যের আয় হবে।

তিনি আরও বলেন, রাজ্য চাইলে আলাদা আইন আনতে পারে। কিন্তু পুলিশ এভাবে হুকা বার বন্ধ করতে পারে না। বিচারপতির পর্যবেক্ষণ, হুকা শুধুমাত্র ধূমপানের অঙ্গ। যতক্ষণ না রাজ্য আইন আনছে, কলকাতা পুরনিগম বা বিধাননগর পুরনিগমের কোনও অধিকার নেই হুকা বার বন্ধ করার।
প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুতে কলকাতা শহরে হুক্কা বার নিষিদ্ধ ঘোষণা করে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, হুক্কা বারগুলিতে বেআইনি কাজ ও মাদক সেবনের অভিযোগ আসছে। তাই সেগুলির লাইসেন্স বাতিল করবে পুরসভা। পুরসভা নিষেধাজ্ঞা জারির পর বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে হুক্কা বারের মালিক ও কর্মচারীদের গ্রেফতার করে পুলিশ। এরপরই পুরসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হুক্কাবার মালিকদের সংগঠন।
আরও পড়ুন