পশ্চিমবঙ্গ বাঁচাওয়ের পর এবার শহীদ সম্মান যাত্রা কর্মসূচি বিজেপির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 19 Second

পশ্চিমবঙ্গ বাঁচাওয়ের পর আজ শহীদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করতে চলেছে রাজ্য বিজেপি। জানা যাচ্ছে আজ বিজেপির এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন ৪ কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য ভোট-পরবর্তী হিংসার ফলে নিহত বিজেপি কর্মী সমর্থকদের সম্মান জানাতে এবং শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতেই এই কর্মসূচির ঘোষণা করেছে রাজ্য বিজেপি। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এ বিরোধী দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছিল বিজেপি। আর তারপর থেকে একের পর এক বিজেপি কর্মী সমর্থকদের ওপর অকথ্য অত্যাচার করা হয়েছে। কোথাও কোথাও কাউকে দীর্ঘ দিন থাকতে হয়েছে ঘরছাড়া। আর এইবার সেই সমস্ত কর্মীদের মনোবল বৃদ্ধি করতে পাশাপাশি মৃত কর্মী-সমর্থকদের শ্রদ্ধার্ঘ্য জানাতে আজ এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ড. সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা ও নীশিথ প্রামাণিক । তবে মহানগরী ছাড়াও রাজ্যের দার্জিলিং ও অন্যান্য বেশ কয়েকটি জায়গাতেই শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত থাকবেন নিশীথ প্রামানিক।

প্রসঙ্গত উল্লেখ্য কালই পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে গ্রেফতার হতে হয় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ আরও কিছু বিজেপি নেতাদের। মূলত মহামারী আইন অমান্য করার জন্য তাঁদেরকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখানেই থেমে থাকেনি বিজেপি। আজ ফের অপর এক কর্মসূচির ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম । এম ভারত নিউজ

করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝেই দাম বাড়ছে পেট্রোপণ্যের।আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে সেভাবে সমস্যায় না পড়লেও রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে সমস্যায় পড়তে হবে দরিদ্রদেরও। আজ থেকে সংশোধিত মূল্যতালিকা হিসেবে ১৪.২কেজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছে। সংশোধিত মূল্য অনুসারে কলকাতায় আজকে থেকে রান্নার গ্যাসের […]
News_751

Subscribe US Now

error: Content Protected