রণবীরের ‘অ্যানিমাল’-এর পোস্টার দেখে সরব পরিচালক তথাগত। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 46 Second

পোস্টার বিভ্রাট এবার বলিউডে। সম্প্রতি এক অ্যাওয়ার্ড সংস্থার পক্ষ থেকে বেশ কিছু বলিউড ছবির পোস্টার শেয়ার করা হয়। আগামী কয়েক মাসে কোন কোন ছবি আসতে চলেছে, তারই তালিকা স্বরূপ। যেখান থেকে বাদ পড়ল না জওয়ান, বাদ পড়েনি রণবীর কাপুরের অ্যানিমাল ছবির পোস্টার। তবে রণবীর কাপুরের পোস্টার দেখা মাত্রই ঘটল বিপত্তি। রে রে করে উঠল নেট দুনিয়া। ‘এ তো পুরো টোকা পোস্টার’, টলিউডের ছবি ‘পারিয়া’ থেকে পুরোপুরি কপি করা হয়েছে। বাঙালি পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ছবি ‘পারিয়া’ থেকে টুকলি করার অভিযোগ।

বেশ কিছুদিন ধরে টলিউডের এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। ছবিতে অভিনয় করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁকে কেন্দ্রে রেখে ছবির যে পোস্টরটা তৈরি করা হয়েছে, সেই পোস্টারেই কেবলমাত্র বিক্রম চট্টোপাধ্যায়ের মুখে পরিবর্তে বসিয়ে দেওয়া হয় রণবীর কাপুরের মুখ। এরপর সেই ছবিকে অ্যানিমাল ছবির পোস্টার বলে চালিয়ে দেওয়া হয়। যা মুহূর্ত নজর কাড়ে সকলের।

বিতর্কিত এই পোস্টরটা দেখা মাত্রই মুখ খুললেন বাঙালি পরিচালক। এক দীর্ঘ পোস্টে
লিখলেন, “ছিল রুমাল হয়ে গেল বেড়াল। বিক্রমের শরীরে রনবীরের মাথা,পোস্টার পারিয়ার, নাম এনিম্যাল নামের হিন্দি সিনেমার, শুধু বিক্রমের মাথাটা আর সিনেমার নামটা পাল্টে দেওয়া হয়েছে। একটা সো কলড ভেরিফায়েড এওয়ার্ড পেজ থেকে যারা এই বালখিল্যতাটা করছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। অন্তত ফোটোশপের কাজটা ভাল প্রত্যাশা করেছিলাম।” এভাবেই সরাসরি তোপ দাগলেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই পোস্ট সরিয়ে নেওয়া হয়নি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলার অশান্তি নিয়ে শাহি দরবারে বোস, কী কথা হল দুজনের? এম ভারত নিউজ

অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো অবশ্যই থাকবে।" স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কী কী বিষয়ে কথা হল, সেই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল রাজ্যপাল বোসকে।

Subscribe US Now

error: Content Protected