গুজরাট দাঙ্গায় কোর্টের রায়ের পরই বিরোধীদের কটাক্ষ শাহের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 36 Second

2002 সাল, গোধরা কান্ডে হিন্দু কর সেবকদের ট্রেনে আগুন জ্বালিয়ে দেবার পর, উত্তাল হয়ে ওঠে গুজরাট শুরু হয় গুজরাট দাঙ্গা। দেশের সমস্ত বিজেপি বিরোধী দল বিশেষ করে কংগ্রেস বারবার বলে ওঠে গুজরাট দাঙ্গায় এ মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ছিল। এ নিয়ে বিস্তর তদন্তের পর ২০১৭ সালে সুপ্রিম কোর্টের তদন্তকারী দল মোদি সহ সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেয়। এরপর প্রয়াত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি হাইকোর্টে পিটিশন দায়ের করেন। সেই পিটিশন হাইকোর্ট খারিজ করে দিলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। এবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, জাকিয়া জাফরির করা মামলার কোনও গ্রহণযোগ্য যুক্তি নেই। এরপরই এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান মোদির বিরুদ্ধে বিরোধীদের আনা সমস্ত অভিযোগ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। 19বছর ধরে বিরোধীদের করা মিথ্যা অভিযোগ মুখ বুজে সহ্য করে এসেছেন প্রধানমন্ত্রী, আমরা কখনো কোনদিন ধরনায় বসিনি। রাহুল গান্ধীকে আর্থিক দুর্নীতির দায়ে ইডি ডেকে পাঠালে কংগ্রেসের নেতা কর্মীরা প্রতিবাদে আন্দোলন করেছিল এই আন্দোলনকেই একপ্রকার কটাক্ষ করলেন অমিত শাহ। 2002 সালে গুজরাট দাঙ্গার পর অনেক সংবাদ মাধ্যম এনজিও নামে অনেক মিথ্যা রটাতে চেয়েছিল। কিন্তু গুজরাট দাঙ্গার পর দাঙ্গা থামাতে সরকার সেনা নামাতে একমূহূর্ত দেরী করেনি। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন যাদের হাতে শিখদের রক্ত লেগে আছে তারা আজ আমাদের প্রশ্ন করছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তিন বছরেই বিবাহ বিচ্ছেদ গুগলের কো-ফাউন্ডার সের্গেই ব্রিনের । এম ভারত নিউজ

গুগলের কো-ফাউন্ডার ও বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হলেন সের্গেই ব্রিন। 2015 সালে সের্গেই ব্রিনের সাথে পরিচয় হয় নিকোল শানাহানের । 7 ই নভেম্বর 2018 সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবার এই 48 বছর বয়সী ধনকুবের সের্গেই ব্রিন তার স্ত্রী নিকোল শানাহানেরের সাথে বিয়ে ভেঙে দেওয়ার জন্য পিটিশন দাখিল করেন। […]

Subscribe US Now

error: Content Protected