লোকসভার পর রাজ্যসভাতেও পাস হল ওবিসি সংশোধনী বিল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 8 Second

লোকসভার পর রাজ্যসভাতেও পাস হল ওবিসি সংশোধনী বিল। বাদল অধিবেশনের সূচনা পর্ব থেকেই, লোকসভায় ক্রমাগত কেন্দ্র বিরোধী জোটের ভাবমূর্তি ফুটে ওঠে। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে যে সমস্ত বিলগুলি আনা হয়েছিল তারমধ্যে এই ওবিসি সংশোধনী বিলে বিরোধীদের সম্মতিসহ বিল পাস করানো হয়। আর সেই কারণেই আজ সর্বসম্মতিক্রমে আজ এই বিল উচ্চকক্ষে পাস করানো হয় । যদিও এখনও পর্যন্ত এই বিলটি, বিল আকারেই রয়েছে । তবে আগামী দিনে রাষ্ট্রপতি স্বাক্ষর পেলে এই বিল আইনে পরিণত হবে। প্রসঙ্গত উল্লেখ্য সংবিধানের ১২৭ তম অনুচ্ছেদের সংশোধনীতে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিজস্ব ওবিসি তালিকা প্রস্তুতির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই লোকসভায় এই বিলটি পাস করা হয়। তবে নতুনভাবে এই প্রথমবার কোন বিল পাসের ক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে কোনো রকম প্রতিবাদ জানানো হয়নি। সর্বসম্মতিক্রমে এই বিল পাস করা হয় লোকসভায়। জানা যাচ্ছে গতকাল কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন দফতরের মন্ত্রী বীরেন্দ্র কুমার লোকসভায় বিলটি পেশ করেছিলেন। যদিও এই বিষয়ে উচ্চকক্ষে ৫০% পর্যন্ত অধিকার বৃদ্ধির পক্ষে দাবি তোলা হয় কংগ্রেসের তরফে। তবে সেই দাবি নিয়ে বিশেষ আলোচনা হয়নি, বলেই জানা গেছে সূত্রের খবর অনুসারে। মোট ১৮৭ টি ভোটের সহযোগে এই বিল পাস করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হিমাচলের কিন্নরে ভয়াবহ ধস, মৃত ১১ । এম ভারত নিউজ

হিমাচলের কিন্নরে ভয়াবহ ধস। বাসের উপর ভেঙে পড়ল পাথরের চাঁই। মৃত্যু হয়েছে ১১ জনের। নিখোঁজ অন্তত ৩০ জন। হিমাচল প্রদেশের কিন্নোরে ভয়াবহ ভূমিধসের জেরে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হল ১১। হঠাৎই ভূমি ধসের কারণে বাস সহ বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে যায়। বড় বড় পাথরের চাঁই ভেঙে পড়ায় আহত হন […]
News_733

Subscribe US Now

error: Content Protected