Read Time:1 Minute, 24 Second
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশের কেনোসা শহরে গত তিন দিন ধরে চলছে বিক্ষোভ । এই পরিস্থিতিতে জখম হন জেকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। সতর্কতা উপেক্ষা করে গাড়ি চালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ । এর পরই বিক্ষোভ শুরু হয় । ফের শুরু হয় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন । সোমবার সেই বিক্ষোভ হিংসাত্মক আকার নিলে ভাংচুর, অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। স্থানীয় পুলিশ প্রশাসন মঙ্গলবার থেকে কার্ফু জারি করে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। অভিযোগ, বন্দুক হাতে এক ব্যক্তির সন্দেহজনক আচরণের পরেই গুলি চালায় পুলিশ। কয়েকজন গুলিবিদ্ধ হয়। এরপরেই বিক্ষোভ চরম আকার নেয়। এই আন্দোলনেই পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত এবং একজন জখম হয়েছেন। বারবার বর্ণবিদ্বেষ আন্দোলনের সম্মুখিন হতে হচ্ছে মার্কিন সরকারকে ।

