ফের করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

বঙ্গে নির্বাচনী প্রচারের মাঝেই বিভিন্ন দলীয় কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন|গত বছর বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত হয়েছিলেন এবং হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এবার ভোট পর্বের মধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, কোভিড দ্বিতীয় ওয়েভে ফের আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ।তাঁর কোভিড পজিটিভ এর বার্তা টুইট করে জানিয়েছেন তিনি নিজেই| তবে এবার তিনি একা নন, সংক্রমিত তাঁর স্ত্রীও। রবিবার টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “দ্বিতীয়বার আমি আর আমার স্ত্রী করোনা আক্রান্ত হলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আসানসোলে ভোট দিতে যেতে পারছি না। ২৬ এপ্রিল আসানসোলের রাস্তায় নেমে ভোটপ্রক্রিয়া দেখার প্রয়োজন ছিল। কারণ তৃণমূলের গুন্ডারা নির্বিঘ্ন ও স্বচ্ছ ভোট হতে দেবে না। মেশিন খারাপ করার চেষ্টাও করবে। কিন্তু চিকিৎসকের পরামর্শে বাড়িতেই থাকতে হবে। তবে ‘টিএমছি’র সন্ত্রাসকে ২০১৪ সাল থেকেই সামলে আসছি। এবার বাড়ি বসেই নিজের কর্তব্য পালন করব। আর মানসিকভাবে প্রার্থীর পাশে থাকব। পশ্চিম বর্ধমানে যাতে নয়ে নয় হয়, তা নিশ্চিত করবই।”হোম আইসোলেশনে থাকাকালীন বাবুল সুপ্রিয় তাঁর মেয়ের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এবারেও তিনি তাই করবেন| তিনি করোনা আক্রান্ত হলেও ভোটবাক্সে তাঁর ভোট দিতে না পারার জন্য যে কোনো প্রভাব পড়বে না, তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় ঘোষণা প্রধানমন্ত্রীর - 'পিএম কেয়ার্স' তহবিল থেকে দেশজুড়ে তৈরি হবে ৫৫১টি অক্সিজেন প্লান্ট । এম ভারত নিউজ

করোনাকালীন পরিস্থিতিতে দেশজুড়ে এখন চরম অক্সিজেনের সঙ্কট|তাই অক্সিজেনের ঘাটতি মেটাতেই বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দিতে দেশজুড়ে তৈরি হবে ৫৫১টি মাইক্রো অক্সিজেন প্লান্ট।আর এই প্লান্টের খরচ বহন করবে পিএম কেয়ার্স তহবিল।করোনা দ্বিতীয় ঢেউ এ দেশ জর্জরিত, বেশ কয়েক রাজ্যে অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে| দিল্লি এবং মহারাষ্ট্রের অবস্থা […]

Subscribe US Now

error: Content Protected