ফের হিন্দু-মুসলিম সংঘর্ষ পাকিস্তানে । ভাঙচুর হল গণেশ মন্দির । লাহোর থেকে ৫৯০ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার ভোঙ্গ শহরের একটি গণেশ মন্দিরে হামলা হয় । ভাঙচুর হয় মন্দিরে পাশাপাশি ভাঙ্গে মূর্তিও । বেশ ভালোভাবেই হিন্দু-মুসলিম একসঙ্গে দিন কাটাচ্ছিলেন এই শহরে তবে হঠাৎই ৮ বছরের এক শিশুর মাদ্রাসার একটি লাইব্রেরীতে প্রস্রাব করায় অশান্তির সৃষ্টি হয় । পরবর্তীকালে এই অশান্তি হিংসাত্বক আকার নিলে এই ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তেজিত জনতা মন্দিরে ঢুকে হামলা চালায় । এই ঘটনার তিব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি পাকিস্তান সরকারের ব্যর্থতার কথা বলেন । পাকিস্তানের ইমরান খানের সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ বলেই অভিযোগ জানায় নয়াদিল্লি । এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা দেশে।