বঙ্গোপসাগরে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব পড়তে পারে বাংলাতেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি অবস্থান করছে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে।

শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী রবিবার। তার জেরে আরও এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় থাকবে মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সেইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।