থাইল্যান্ডের ওপেন এর আগে ফের করণায় আক্রান্ত হলেন সাইনা নেওয়াল। বর্তমানে তিনি সরকারি ব্যাংকের একটি হাসপাতালে করেনটাইনে আছেন । পাশাপাশি আক্রান্ত হয়েছেন এইচএস প্রণয়। তাকেও রাখা হয়েছে করেনটাইনে।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়াতে কোভিদ পরীক্ষার ছবি দিয়েছিলেন সাইনা নেওয়াল। মঙ্গলবার জানা যায় তিনি করোণা আক্রান্ত। ২০২১ থাইল্যান্ড ও স্পেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন সাইনা নেওয়াল এবং এইচএস প্রণয় তবে খেলা শুরু হবার আগেই কোট ছাড়তে হয় তাদের দু’জনকেই। সূত্রের খবর অনুসারে জানা গিয়েছিল চলতি মাসের শুরুতেই থাইল্যান্ড পৌঁছে গিয়েছিলেন সাইনা তবে খেলা হলো না তার ফিরে আসতে হবে খেলা ছেড়ে।
। প্রসঙ্গত আরো একবার পূর্বেই করোনাই আক্রান্ত হয়েছিলেন সাইনা নেওয়াল এবং তার পরিবারের সদস্যরা। কোভিদ নাইনটিন এর চূড়ান্ত সময় একের পর এক তারকা আক্রান্ত হতে শুরু করেন এই ভাইরাসে ।বর্তমানে বলিউডের তারকারা ছাড়াও এই ভাইরাসের থাবা বসেছে ক্রীড়া জগতের এলাকাতেও।