Read Time:53 Second
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে জন্য আজও টানা বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৪ এবং ৫ অগাস্ট দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কা জারি হয়েছে। এমনকি জল জমতে পারে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় । বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। মৎস্যজীবীদের ইতিমধ্য়েই সমুদ্রে যেতে না করা হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।
