লাখিমপুর কান্ডে প্রিয়াঙ্কা গান্ধীর পরই গ্রেফতার অখিলেশ যাদব! এম ভারত নিউজ

admin
0 0
Read Time:3 Minute, 1 Second

গোটা দেশের চোখ এখন উত্তরপ্রদেশের লাখিমপুরে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। জানা যায়, লাখিমপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর তার আগেই তাঁকে গৃহবন্দি করা হয় উত্তর প্রদেশে পুলিশের তরফে। তবে তারপরই নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই ঘটনায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাড়ির কাছে। ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, ‘ ব্রিটিশদের থেকেও ভয়াবহ অত্যাচার করছে বিজেপি । কৃষকদের ওপর ব্রিটিশ আমলেও এত অত্যাচার হয়নি। বিজেপি সরকার যা করে চলেছে। কৃষকদের সমস্যা মেটাতে ক্রমাগত বিফল হয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যেই গৃহ মন্ত্রীকে পদত্যাগের দাবি জানাচ্ছি।এছাড়াও যে সমস্ত কৃষকদের প্রাণ গিয়েছে তাদের প্রত্যেকের পরিবার পিছু ২ কোটি টাকা সাহায্য করতে হবে। পাশাপাশি পরিবারের কাউকে ইতিমধ্যেই সরকারি চাকরি দেওয়ার আবেদন জানানো হচ্ছে। শুধু তাই নয় ,যে ব্যক্তি এই গাড়ি চালিয়ে আটজনকে হত্যা করেছে, তাকে দ্রুত ভারতীয় সংবিধানের ৩০২ ধারা অনুসারে গ্রেফতার করা উচিত।’

প্রসঙ্গত উল্লেখ্য ,আজ লাখিমপুর ঘটনায় উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূলের পাঁচ সদস্যের দল।এছাড়াও গতকাল রাতে রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে মাঝপথে আটক করা হয় তাঁকে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় অতিথি নিবাসে। আর তারপরেই আজ সকালে লাখিম্পুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল অখিলেশ যাদবের।তবে তাঁকে গৃহবন্দী করেন উত্তরপ্রদেশ পুলিশ।যার ফলে তার বাড়ির সামনে রাখা পুলিশের জিপে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। লাখিমপুরের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে সেই এলাকায় সকল রাজনৈতিক নেতার প্রবেশ নিষিদ্ধ করা হয় উত্তরপ্রদেশ সরকারের তরফে। পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছে সেই এলাকাতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোট-পরবর্তী হিংসা মামলায় 'স্ট্যাটাস রিপোর্ট’ জমা সিবিআইয়ের। এম ভারত নিউজ

বঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসা প্রতিচ্ছবি উঠে এসেছিল। আর তার ভিত্তিতেই মামলা হয় কলকাতা হাইকোর্টে। আজ এই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের স্টেটাস রিপোর্ট জমা দিতে চলেছে তদন্তকারী সংস্থা সিবিআই । হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত শুরু করার ছয় সপ্তাহের মধ্যেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে তদন্তকারী […]

Subscribe US Now

error: Content Protected