করোনা পরিস্থিতিতে নাজেহাল গোটা বিশ্ব ,এরই মাঝে আবারও একবার নিজের মহানতা এবং উদারতার পরিচয় দিয়ে গৌতম গম্ভীর ফাউন্ডেশনে এক কোটি টাকার অনুদান দিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। এইকথা, গতকাল শনিবার টুইট করে জানালেন গৌতম গম্ভীর নিজেই। অক্ষয় কুমারের কাছ থেকে এই পরিস্থিতিতে এরূপ আর্থিক সাহায্য পেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করে গৌতম বলেছেন, ‘আমাদের আছে অক্ষয়ের এই সাহায্য আশার একটি কিরণ’।
প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান রাজনৈতিক বিদ গৌতম গম্ভীর এবং তার দল গৌতম গম্ভীর ফাউন্ডেশন নামে একটি সংস্থা চালান । তার মধ্য দিয়েই বহু পরিবারের শিশুদের প্রয়োজনীয় জিনিসের চাহিদা পূরণ করেন তিনি । আজ এখনও পর্যন্ত গৌতম গম্ভীর ফাউন্ডেশনের তরফ থেকে প্রায় ১০০ টি শিশুকে দেখাশোনা করা হয়ে থাকে। গতবার লকডাউনের সময় একটা টাকার থালির আয়োজন করে বহু দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছিল এই ফাউন্ডেশনটি। আজ অক্ষয় কুমারের হাত থেকে এক কোটি টাকার সহায়তা পেয়ে তাঁকে হার্দিক ধন্যবাদ জানিয়েছেন এই ফাউন্ডেশনের উদ্যোক্তা গৌতম গম্ভীর।
প্রসঙ্গত উল্লেখ্য তবে এই প্রথম নয় এর আগেও বিভিন্ন ধরনের সামাজিক সহায়তায় অংশগ্রহণ করতে দেখা গেছে বলিউডের ‘সিং ইস কিং’ অক্ষয় কুমারকে।” এই করোনা অতিমারি পরিস্থিততে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা নিজেদের খবার যোগাতে পারে না, করোনার চিকিৎসায় ওষুধ কিংবা অক্সিজেন যোগান তো দূর হস্ত। তাই সেই সকল মানুষদের মুখে অন্ন, তাদের ওষুধ এবং প্রয়োজনে অক্সিজেন প্রদানের জন্যেই গৌতম গম্ভীর ফাউন্ডেশনে অক্ষয় কুমার এক কোটি টাকা ।” বলেই জানালেন অক্ষয় কুমার।