ফের থ্রেট কালচারের অভিযোগ বঙ্গে। কল্যাণী মেডিকেল কলেজ চত্বর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে! কলেজ কাউন্সিল ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, কমপক্ষে ৬ মাস হাসপাতাল, হস্টেল ও কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না বহিষ্কৃত পড়ুয়ারা। শুধু পরীক্ষা দিতে ও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশে ছাড় দেওয়া হয়েছে তাঁদের। শুধু তাই নয়, কলেজ কাউন্সিলের বৈঠকে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ক্লাস রিপ্রেজেন্টিটিভকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। কলেজ নির্বাচনেও অংশ নিতে পারবেন না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা।
শুক্রবার থেকেই কল্যাণী মেডিকেল কলেজের হস্টেল চত্বরে পুলিশ পিকেট বসছে। টহলদারিও চলছে। বহিষ্কৃত ৪০ ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে,স্থানীয় থানায় মামলা দায়ের করা হবে বলে জনিয়েছে কলেজ কাউন্সিল।