এবার দুর্নীতির অভিযোগ উঠল খোদ স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা নয়া তালিকাতেও । বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কমিশন তাদের ওয়েবসাইটে চাকরিপ্রার্থী দের তালিকা ঘোষণা করে। রিজেক্ট লিস্টে যে চাকরিপ্রার্থীদের নাম রাখা হয়েছে তারা অভিযোগ করেছেন , একাডেমিক মার্কস কমিয়ে ইন্টারভিউ তালিকায় তাদের স্থান বাতিল করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে প্রকাশিত তালিকায় কম নাম্বার প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউতে ডাকা হয়েছিল । আর সেই কারণেই মেধাবী ছাত্র-ছাত্রীরা আদালতের দ্বারস্থ হয়ে এর ন্যায় বিচার চেয়ে ছিলেন। সেই মতই আদালতের তরফে নয়া তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয় ।

আদালতের দেওয়া নির্দিষ্ট সময়ের এর আগেই তালিকা প্রকাশ করলেও পুনরায় অভিযোগ উঠে আসলো স্টাফ সিলেকশন কমিশনের বিরুদ্ধে। ইন্টারভিউ তালিকাতে স্থান না পাওয়া প্রার্থীদের অভিযোগ “তাদের কোন একটি ডকুমেন্ট আপলোড বা ভেরিফিকেশন হয়নি অফিশিয়াল ওয়েবসাইটে, তাই তাদেরকে তালিকা থেকে বাতিল করা হয়েছে”। কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল কোন পরীক্ষার্থীর ডকুমেন্ট সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকলে তা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ই-মেইল করে জানানো হবে, কিন্তু কোন ই-মেইল পাঠানো হয়নি । আদালতের নির্দেশ মেনে নয়া তালিকা প্রকাশের পরেও এমন অভিযোগ , অতএব পরীক্ষার্থীরা ফের আদালতের দ্বারস্থ হতে পারেন বলেই এমনটাই আশঙ্কা করা হচ্ছে।