বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের ! এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 2 Second

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলেন এক আইএস অফিসার। জানা যায় গতকাল একজন আইএএস অফিসার বিহার পুলিশের কাছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য উচ্চ আধিকারিকদের নামে একটি এফআইআর করেন। জানা যায় ১৯৮৭ সালের এই আইএস অফিসার সুধীর কুমার গতকাল মুখ্যমন্ত্রী সহ আরও ২১ জনের নামে একটি অভিযোগ করেন গর্দানিবাগ থানায়।

যদিও এ প্রসঙ্গে তিনি জানান, শনিবার এই অভিযোগ নথিভূক্ত করা হয়নি। তিনি বলেন, ” আমি দুপুর বারোটা থেকে এখানে অপেক্ষা করছি এখনও পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি। আমি কেবল মাত্র গর্দানিবাগ থানার তরফ থেকে একটি রশিদ পেয়েছি। এই অভিযোগটি মূলত বিহারের মুখ্যমন্ত্রী তৈরি করা জালি কাগজপত্র এবং জালিয়াতির বিরুদ্ধে। ” প্রসঙ্গত উল্লেখ্য গতকাল থানায় অভিযোগ দায়ের না করা পর্যন্ত সেখান থেকে সরেননি এই আইএস অফিসার।

অবশেষে সেই থানার হাউস অফিসার এই অভিযোগটি গ্রহণ করেন। জানা যায় এই আইএএস অফিসার, আগামী বছরের শুরুর দিকেই অবসর নেবেন ।গত তিন বছর ধরে কারাগারে বন্দি ছিলেন তিনি। মূলত একটি চাকরি সম্পর্কিত কেলেঙ্কারিতে যুক্ত থাকার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে গত বছরের শেষের দিকে অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাঁকে জামিন দেওয়া হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পাঁশকুড়ায় লরি হাইজ্যাক করার সময় পুলিশের জালে ৫ দুষ্কৃতী । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর : পুলিশের নয়া সাফল্য ! লরি হাইজ্যাক কান্ডে গ্রেফতার হল ৫ পাঁচ দুষ্কৃতী । ক্রমাগত চুরির ঘটনা ঘটছে মেদিনীপুরের পাঁশকুড়াতে। জানা গেছে গতকাল রাতের অন্ধকারে খড়গপুর হাওড়া এনএইচ-সিক্স রাতুলিয়া থেকে মেচগ্রাম পর্যন্ত বিভিন্ন গাড়িকে ধরপাকড় চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে বেশ কয়েক দিন […]
news_201

You May Like

Subscribe US Now

error: Content Protected