বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলেন এক আইএস অফিসার। জানা যায় গতকাল একজন আইএএস অফিসার বিহার পুলিশের কাছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য উচ্চ আধিকারিকদের নামে একটি এফআইআর করেন। জানা যায় ১৯৮৭ সালের এই আইএস অফিসার সুধীর কুমার গতকাল মুখ্যমন্ত্রী সহ আরও ২১ জনের নামে একটি অভিযোগ করেন গর্দানিবাগ থানায়।

যদিও এ প্রসঙ্গে তিনি জানান, শনিবার এই অভিযোগ নথিভূক্ত করা হয়নি। তিনি বলেন, ” আমি দুপুর বারোটা থেকে এখানে অপেক্ষা করছি এখনও পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি। আমি কেবল মাত্র গর্দানিবাগ থানার তরফ থেকে একটি রশিদ পেয়েছি। এই অভিযোগটি মূলত বিহারের মুখ্যমন্ত্রী তৈরি করা জালি কাগজপত্র এবং জালিয়াতির বিরুদ্ধে। ” প্রসঙ্গত উল্লেখ্য গতকাল থানায় অভিযোগ দায়ের না করা পর্যন্ত সেখান থেকে সরেননি এই আইএস অফিসার।

অবশেষে সেই থানার হাউস অফিসার এই অভিযোগটি গ্রহণ করেন। জানা যায় এই আইএএস অফিসার, আগামী বছরের শুরুর দিকেই অবসর নেবেন ।গত তিন বছর ধরে কারাগারে বন্দি ছিলেন তিনি। মূলত একটি চাকরি সম্পর্কিত কেলেঙ্কারিতে যুক্ত থাকার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে গত বছরের শেষের দিকে অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাঁকে জামিন দেওয়া হয়।