দুটি টিকা নিয়েও ডেল্টা প্লাসে আক্রান্ত রাজস্থানে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনার ডেল্টা প্লাস। দুটি টিকা নেওয়া থাকলেও মিলছে না সুরক্ষা। করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছিল রাজস্থানের ওই ৬৫ বছরের বৃদ্ধার, তারপরেও তিনি কাবু হলেন ডেল্টা প্লাসে। আগে একবার করোনাকে হারিয়ে সেরেও উঠেছিলেন তিনি। কিন্তু তারপরেও আবার ডেল্টা প্লাস আক্রমণ শানালো তাঁর শরীরে।

জানা গেছে রাজস্থানের বিকানিরের বাসিন্দা ওই বৃদ্ধা। ফের নতুন কিছু অস্বস্তি দেখা দেওয়ায় গত ৩০ মে ওই বৃদ্ধার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার রিপোর্ট আসে গত শুক্রবার। জানা যায়, কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বাসা বেঁধেছে তাঁর শরীরে। তবে বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। তাঁর শরীরে এখন বিশেষ কোনও উপসর্গও নেই।কিন্তু দুটি টিকা নেওয়ার পরেও কীভাবে এই সংক্রমণ ফের তাঁর শরীরে ছড়াল, তা ভেবে পাচ্ছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ডেল্টা প্লাস আক্রান্ত রোগীর খোঁজ মিলতেই এবার সতর্ক রাজস্থান সরকার। প্রায় যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেখানে। কোনও ভাবেই যাতে এই মারণ ভাইরাস প্রজাতি গোষ্ঠী সংক্রমণের দিকে না ঝোঁকে তার খেয়াল রাখা হচ্ছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাও নিচ্ছে প্রশাসন। কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আগের চেয়েও মারাত্মক হতে পারে, সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এমনকি এই প্রজাতিই আনতে পারে ভারতে অতিমারীর তৃতীয় ঢেউ। তাই আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে একাধিক রাজ্যে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'মন কি বাতে' মিলখা সিংকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী । এম ভারত নিউজ

ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে টোকিও অলিম্পিক। আর তার আগেই আজকের মানকি বাতের অনুষ্ঠানে মিলখা সিংকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিলখা সিংয়ের ক্রীড়া জীবনে তিনি নিজের প্রাণকে কিভাবে ময়দানের ট্রাকে উৎসর্গ করেছিলেন, তা থেকেই অনুপ্রাণিত হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়াও আগত টোকিও অলিম্পিকের আগে, সমস্ত ক্রীড়াবিদদের আরও একবার কিংবদন্তি […]

Subscribe US Now

error: Content Protected