কিছুদিন আগেই পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান হিসেবে পদত্যাগ করেছেন নভজোৎ সিং সিধু। আর তারপরেই দিল্লি যাত্রা করেছিলেন অমরিন্দর সিং। জানা যায় সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন তিনি। সেই নিয়েই রাজনৈতিক দল পরিবর্তনের জল্পনা উঠেছিল তুঙ্গে। তাহলে কি কংগ্রেস ত্যাগ করে এবার পদ্ম শিবিরের নাম লেখাতে চলেছেন অমরিন্দর? যদিও এই নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, ‘ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। মূলত রাজ্যের নিরাপত্তা বিষয়ে কথা হয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। পাঞ্জাবের উপর দিয়ে বারংবার পাক ড্রোনের ঘোরাফেরার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।’

মূলত সীমানা সংলগ্ন রাজ্য হওয়ার কারণে পাঞ্জাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্টই চিন্তিত প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আর সেই কারণেই নভজোৎ সিং সিধুকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে দেওয়ার বিষয়ে চূড়ান্ত আপত্তি জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘ আমি দল ত্যাগ করলেও নভজোৎ সিং সিধুকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে দেব না। ‘ তাঁর দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক সখ্যতা রয়েছে নভজোৎ সিং সিধুর। যার ফলে তাঁর নেতৃত্বেই সীমানা সংলগ্ন রাজ্যকে ছেড়ে দেওয়া মোটেও ঠিক হবে না। এটি ভারতের জন্য যথেষ্ট ক্ষতিকর হতে পারে।